বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ওয়েবসাইটে স্বাগতম
সংস্কৃতি যে সমাজ বদলের হাতিয়ার এবং দেশের বাইরে থেকেও এই সমাজ বদলের স্বপ্নকে এগিয়ে নেয়া যায়, নতুন দেশের নতুন পরিবেশে এ ধারনাটি ছিল নিতান্তই নতুন। উদীচী সংস্কৃতিকে বিনোদন বা আনুষ্ঠানিকতার বাইরে নিয়ে আরও গণমুখী করার সংকল্প গ্রহণ করে। মানুষের মুক্তির গান স্থান-কাল-পাত্র নির্বিশেষে একই সূত্রে গাঁথা। ইতোমধ্যে টরন্টোয় বাঙালি অভিবাসীর সংখ্যাও ক্রমাগত বাড়তে থাকে। প্রায় এক দশকের অনেক চড়াই-উৎরাইয়ের পর ১৯৯৮ সালে টরন্টো শহরে প্রথম উদীচীর শাখা প্রতিষ্ঠিত হয়। নতুন নতুন কার্যক্রম নিয়ে বৃহত্তর বাঙালি সমাজে হাজির হয় উদীচী ক্যানাডা। কখনো এককভাবে, কখনো যৌথ প্রয়াসে উদীচী তার কার্যক্রম চালিয়ে যায়।
সমাজ বদলের প্রত্যয়ে অংশ নিন। উদীচীতে যোগ দিন।
উদীচীর বিভিন্ন কর্মকান্ড
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের বিভিন্ন কর্মকান্ড।
Contact Us
Get In Touch With Us