শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বেলুন উড়িয়ে সকাল ১০টায় টরন্টোর আন্তর্জাতিক মাতৃভাষা মনুমেন্ট প্রাঙ্গন, ডেন্টোনিয়া পার্কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৭ম সম্মেলন উদ্বোধন করেন সত্তরের দশক থেকে বাংলাদেশের প্রথিতযশা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আধুনিক চিত্রকলার অগ্রগণ্য ব্যক্তিত্ত¡ শিল্পী তাজউদ্দিন আহমেদ। উদ্বোধন কালে তিনি দেশে এবং প্রবাসে সাংস্কৃতিক গণজাগরণের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করার জন্য উদীচীর সাংস্কৃতিক কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাপ্ত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৭ম সম্মেলন। দিনব্যাপী সম্মেলনে ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সুভাষ দাশ সভাপতি এবং মিনারা বেগম সাধারণ সম্পাদক হিসাবে পুর্ননির্বাচিত হয়েছেন। সম্মেলন অনুষ্ঠানে ভিডিও সংযোগের মাধ্যমে কেন্দ্রীয় উদীচীর পক্ষ থেকে বৈদেশিক কমিটির আহ্বায়ক রফিকুল হাসান জিন্নাহ, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং সাংগঠনিক সম্পাদক আরিফ নুর শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তারা সম্মেলন শেষ হওয়া পর্যন্ত অংশগ্রহণ করেন। মহানগরী টরন্টোর বাঙালীপাড়াখ্যাত ড্যানফোর্থ এভিনিউ-এর কেন্দ্রস্থলে অবস্থিত হোপ চার্চ মিলনায়তনে গত ৩ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের অনুষ্ঠান সূচিত হয়। শোকপ্রস্তাব র্পাঠ, সম্পাদকীয় রিপোর্ট পেশ ছাড়াও সম্মেলনের অন্যান্য কার্যাবলী সম্পাদনের পর আগামী দুই বছরের জন্য ২০২৩-২০২৪ সালের জন্য নতুন কমিটি নির্বাচনের কাজ শুরু হয়। উদীচী কর্মীদের সক্রিয় পদচারণায় দিনভর মুখরিত ছিল হলটি।