গত ১৫ ই জুলাই (শনিবার) দুরহাম এলাকায় অবস্থিত ডার্লিংটন প্রভেনসিয়াল পার্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বার্ষিক বনভোজন ২০২৩। প্রতিবছরের মত এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে, বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্যে অনুষ্ঠিত হয় এই বনভোজন। উদীচী পরিবারের সদস্যরা এই আয়োজনে গল্প, আড্ডা ও আলাপচারিতায় মেতে ওঠে।
বনভোজনের শুরুতে উদীচীর নতুন প্রজন্মকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনারা বেগম। তরুন প্রজন্ম তাদের ভাবনা ও আগ্রহ সকলের সঙ্গে শেয়ার করে।
এরপর দিনব্যপী চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সকলে সারাদিন উপভোগ করে আনন্দদায়ক গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। বনভোজন এলাকার পাশে থাকা সৈকতে ভ্রমণের সুযোগ পিকনিকের আনন্দে এক নতুন মাত্রা যোগ করে। বনভোজনে দেশীয় নানারকমের খাবারের শেষে বিশেষ আকর্ষন হিসাবে ছিল পান-সুপারি আর ঝালমুড়ির ব্যবস্হা ।
অনুষ্ঠানের একটি বড় আকর্ষণ ছিল পুরুষ, মহিলা, দম্পতি ও শিশুদের জন্য বিভিন্ন মজার ক্রীড়া প্রতিযোগীতা। সবার শেষে ছিল র্যাফেল ড্র ও খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ।
টরন্টোর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক,এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং উদীচী কানাডার সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ পিকনিকে উপস্হিত ছিলেন।
এই বনভোজনের শেষে এই আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে উদীচী কানাডা সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।