ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কানাডার টরেন্টোর ডেনফোর্থের বাংলা টাউনে সমাবেশ করা হয়েছে। অক্টোবর ২১, শনিবার বাংলাদেশি কানাডিয়ানরা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। উদীচী কানাডা সংসদ ও প্রগতিশীল গণতান্ত্রিক ঐক্য (পিডিআই) কানাডা’র যৌথ আয়োজনে সমাবেশে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের বিরোধী দলীয় উপনেতা এমপি ডলি বেগম অংশ নেন।
এ সময় উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম, পিডিআই’র নেতা মাহবুব আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গাজায় হামলার প্রতিবাদ করে হত্যা বন্ধের দাবি জানান।