বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ পালন করে ১৬ ডিসেম্বর বিজয় দিবস। 

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের বিজয় দিবস উদযাপন হলো গত ১৭ ডিসেম্বর, ২০২২। 

হৃদয়ে বাংলাদেশ ও বিজয়ের পুরো উষ্ণতাটুকু নিয়ে ছোট পরিসরে আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক সমবেত ও একক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, ও আলোচনা।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আজিজুল মালিক এবং মুক্তিযোদ্ধা আজিজুল হক। 

মুক্তিযোদ্ধা আজিজুল মালিক বলেন, স্বাধীনতা বলতে যা আমরা বুঝি, স্বাধীনতা হচ্ছে মানুষ সৃষ্ট যেসব প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা, তাকে অতিক্রম করে তার স্বাভাবিক ও মৌলিক বিষয়গুলো যখন প্রতিষ্ঠিত হয় তখন তাকে স্বাধীনতা বলা যায়।

তিনি আরও বলেন, মানুষের মুক্তির সংগ্রাম, মুক্তির লড়াই একদিনে হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়, এটি প্রবহমান একটি ঘটনা। এটি আদি-অন্তকাল ধরে চলবে যতদিন পর্যন্ত মানুষ মানুষের ওপর শোষণের পরিসমাপ্তি না করবে। 

মুক্তিযোদ্ধা আজিজুল হকের মতে, এই দিনকে শুধুমাত্র স্মরণ করা নয়, একে মূল্যায়ন করা প্রয়োজন অতীত ও বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে। 

“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” – আমরা বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, আমরা ভালোবাসি আমাদের সোনার বাংলাকে। দেশের সরকার পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, কিন্তু দেশের প্রতি আমাদের ভালোবাসা চির অমলিন।