উদীচী কানাডার ৪র্থ লোক উৎসব ও ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৪র্থ লোক উৎসব সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশহিসাবে উদযাপিত হলো এই অনুষ্ঠান

শরতের রৌদ্র করোজ্জ্বল বিকালে হল ভর্তি শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়েসী মানুষের উপস্থিতিতে সুদুর প্রবাসের মাটিতে বসে গণমানুষের জন্য মুক্ত সমাজ-শিল্প-সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে ’ফিরে চল মাটির টানে’ শ্লোগান নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের ৪র্থ লোক উৎসব সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশহিসাবে উদযাপিত হলো এই অনুষ্ঠান।

মহানগরী টরন্টোর ডাউনটাউনে কেন্দ্রস্থলে অবস্থিত বিখ্যাত ড্যানিয়েল স্পেকট্রাম হলের প্রধান মিলনায়তনে গত ২৯ অক্টোবর শনিবার বিকাল ০৫:৩০টায় কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিপুল সংখ্যক দর্শক বাঙালীর লোক সঙ্গীত নিয়ে উদীচী কানাডা সংসদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি কানাডায় বাঙালী সংস্কৃতি চর্চায় যুক্ত বিভিন্ন সংগঠন এবং ভারত ও দক্ষিণ আমেরিকান আদিবাসী জাতিগোষ্ঠীর লোক সংস্কৃতির পরিবেশনা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপস্থাপনায় ছিলেন উদীচী নতুন প্রজন্মের তরুণ রীমা পাল আর অদিতি জহির। এছাড়াও দেশী খাবার, পোশাক-আশাক, গয়না-গাটি ও কারুপন্য নিয়ে লোক উৎসবকে সমৃদ্ধ করেন স্থানীয় উদ্যোক্তরা। লোক উৎসবের এই বিপুল আয়োজন সফল করতে উদীচীর উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বতঃপ্রনোদিত আর্থিক সহযোগিতা দিয়েছেন। সবশেষে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বাংলা সংস্কৃতি, বাঙালী জাতীয়তা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে লোক সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। উদীচীর ৪র্থ লোক উৎসবে উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন বাংলাদেশ দুতাবাস টরন্টোর মাননীয় কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, উদীচী কানাডার সহসভাপতি সৌমেন সাহা, উদীচী কানাডার সাধারণ সম্পাদক মিনারা বেগম, এবং উদীচী কানাডার কোষাধ্যক্ষ দুলাল পাল। ভিডিও সংযোগের মাধ্যমে কেন্দ্রীয় উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে লোক উৎসবে বক্তব্য রাখেন। দৃষ্টিনন্দনভাবে মঞ্চটিকে অনুষ্ঠানের জন্য ফুটিয়ে তুলেছেন এবং লোক উৎসবের স্মরনিকাটির প্রচ্ছদ করেছেণ টরন্টোপ্রবাসী প্রখ্যাত শিল্পী তাজউদ্দিন আহমেদ এবং সর্বপ্রকার সহযোগিতায় ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য শিল্পী জয় দাশ। স্মরনিকাটি সম্পাদনের কঠিন দায়িত্ব সামলেছেন সহসভাপতি স্বপন বিশ্বাস। সভাপতিত্ব করেন শিল্পী সুভাষ দাশ এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক মিনারা বেগম।

অনুষ্ঠানের সঙ্গীতশিল্পী গুরপ্রসাদ দেবাশীষের একক লোকগানের মনোমুগ্ধকর পরিবেশনা ছিল উল্লেখযোগ্য। এছাড়াও অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল তবলা শিক্ষক নকুল দে’র দশজন কিশোর ছাত্রের সম্মিলিত তবলাবাদন, ভারতীয় শিল্পী সঙ্গীত মুখার্জীর লোকগান এবং দক্ষিণ আমেরিকান আদিবাসী জাতিগোষ্ঠীর রুমি কামুয়েন্দো এবং সান্তিয়াগো ইয়েগা’র লোকসঙ্গীত পরিবেশনা। সভাপতি সুভাষ দাশের নেতৃত্ত্বে উদীচীর পক্ষ থেকে লোক সঙ্গীত পরিবেশনায় অংশ নিয়েছেন জয় দাশ, চঞ্চলা বিশ্বাস, মৈত্রেয়ী দেবী, রোকেয়া পারভীন, ইন্দ্রনীল দাশগুপ্ত, কাবেরী দত্ত, কণিকা ব্যানার্জী, কাজী জহির উদ্দীন, ওমর হায়াত, পরেশ চন্দ্র চৌধুরী, সীমা দাশ, সুভাষ রায়, সোলায়মান তালুত রবীন, শ্রাবনী সরকার এবং ভ্যালেন্তিনা ভৌমিক। লোক উৎসবে নাচে অংশ গ্রহন করেন উদীচী কানাডার সম্পাদকমন্ডলীর সদস্য তাপস দেব পরিচালিত নৃত্যালোক ড্যান্স একাডেমী, অরুণা হায়দার পরিচালিত সুকন্যা নৃত্যাঙ্গন এবং বিপ্লব কর পরিচালিত নৃত্যকলা কেন্দ্র। সংগীত পরিবেশনে বাদ্যযন্ত্র সংগতে ছিলেন বিশিষ্ট কীবোর্ড শিল্পী জাহিদ হোসেন, তবলায় তানজির আলম রাজীব ও শ্রীবাস দে শিবু. অক্টোপ্যাডে রনি পালমার, দোতারা জুনায়েদ আনোয়ার, গীটার সোহেল ইমতিয়াজ বাঁশী আব্দুল ওয়াহিদ। শব্দ ব্যবস্থাপনায় ছিলেন রাশিদ মোঃ মামুনুর।