কানাডা পিডিআই ও উদীচীর যৌথ আয়োজনে মে দিবস ২০২৩ পালন।

মে দিবসের আদর্শ অনুসরণের মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় সকল সচেতন নাগরিককে অংশগ্রহণের আহ্বানে ৩০শে এপ্রিল ২০২৩ রবিবার বিকাল ৫:০০টায় কানাডা প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ যৌথভাবে মহান মে দিবস পালন করে। টরন্টো শহরের বাঙালীপাড়ার কেন্দ্রস্থল ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ-এর টরন্টো ফিল্ম ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। মে দিবস পালনের অনুষ্ঠানে আলোচনা সভা, গণসংগীত, আবৃত্তি, এবং শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। যৌথ আয়োজনের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এই পর্বের শুরুতে সদ্য প্রয়াত বিশিষ্ট তিন জাতীয় রাজনীতিবিদ পংকজ ভট্টাচার্য, গোপেশ মালাকার এবং জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে আনীত শোক প্রস্তাব গ্রহণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

মে দিবস নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন মোঃ মাশুক মিয়া, মনির জামান রাজু, সৌমেন সাহা, সৈয়দ আজফার ফেরদৌস, ফকরুল চৌধুরী মিলন, টিটো খন্দকার, সুভাষ দাশ, এবং আজিজুল মালিক। এই পর্ব উপস্থাপনায় ছিলেন মিনারা বেগম এবং সভায় সভাপতিত্ত্ব করেন পিডিআই-এর যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎরঞ্জন দে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের শিল্পীরা মে দিবস উপলক্ষ্যে গণসংগীত পরিবেশন করেন। উদীচী সভাপতি সুভাষ দাশের নেতৃত্ত্বে গণসংগীতে অংশ নেন ডঃ মমতাজ মমতা, রোকেয়া পারভীন, রিনি শাখাওয়াত, শ্রাবনী সরকার, কাবেরী দত্ত, মীনাক্ষী দত্তচক্রবর্তী, কাজী জহির উদ্দিন, রেজা অনিরুদ্ধ, সুভাষ রায়, এবং দেবাশীষ দেবচৌধুরী। কবিতা আবৃত্তিতে অংশ নেন রেজা অনিরুদ্ধ এবং কাবেরী দত্ত।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে মে দিবস পালন উপলক্ষ্যে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত শর্ট ফিল্ম ”বস্ত্র বালিকারা” প্রদশিত হয়।