গরাদের অন্তরাল থেকে সত্যেন সেন মুক্ত বিহঙ্গের স্বপ্ন দেখেছিলেন। মুক্ত বিহঙ্গের স্বপ্ন হচ্ছে সীমানাবিহীন। ১৯৬৮ সালে উদীচী প্রতিষ্ঠার মধ্য দিয়ে সে স্বপ্ন প্রথম ডানা মেলে। রাজধানীর সীমানা পেরিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উদীচী প্রতিষ্ঠা লাভ করে। মানুষের মুক্তির গান কন্ঠে ধারণ করে মুক্তবিহঙ্গ উদীচী এগিয়ে চলেছে ক্রমাগত। স্বৈরশাসকের রক্তচক্ষু, মৃত্যু, লাঞ্ছনা, গঞ্জনা, উপহাস মাথায় নিয়েও উদীচীর জয়যাত্রা রয়েছে ব্যাহত। স্বদেশের চৌকাঠ পেরিয়ে উদীচী এখন বিদেশ বিভূঁইয়ে ছড়িয়ে পড়ছে। টরন্টো, প্যারিস, সিডনি ও লন্ডনসহ আরও অনেক জায়গায়।

সমাজ বদলের প্রত্যয়ে অংশ নিন। উদীচীতে যোগ দিন।

Satyen Sen dreamt of freedom from behind bars. A dream that was borderless. Finally, in 1968, the dream was materialized through the foundation of a socio-cultural organization named Udichi. Besides Dhaka, the capital town of the land, Udichi continued to grow to the remote areas of Bangladesh. Udichi is growing gradually by upholding the songs of freedom as its voice. The threats of tyrannists, death, tortures and
oppression, and contempt could not deter its continual achievements.
Now Udichi steps out of the physical boundaries of the motherland and grows its roots in Toronto, Paris, Sydney, London and other places.

Come on the struggle to make social change. Join to Udichi.